গল্প – হঠাৎ বিয়ে
পর্ব -৩
Author -Hassab bin Ahmed
হুমায়রা আমাকা আই কার্ড দিতে দিতে বলল
হুমায়রা – জানেন আপনি আপনি ভালো নাটক করতে পারবেন!
আমি – আজকে জানলাম! হুমায়রা জানো আমি কাল ইউনিভার্সিটি চলে যাচ্ছি!!!
হুমায়রা – এতো জলদি?
আমি – হুম যেতে হবে!
হুমায়রা – আসবেন কতো দিন পার?
আমি- দেখি কি হয়! মনে হয় আসতে দেরি হবে!
হুমায়রা – আচ্ছা ঠিক আছে! তো এতে মন খারাপ করার কি আছে!
আমি – না, ভাবছি আমার প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেলো!! শুনেছি চোখার আরাল হলেই নাকি মনের আরাল হয়! আমাদের ক্ষেত্রেও যদি এইরকম হয়! আমি প্রথম যেদিন আপনাকে দেখেছি ও দিনিই আপনার প্রেমের জালে আটকা পড়ে গেছে! আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না!
আমি একটু সিরিয়াস হয়ে গেছি তাই মনে হয় হুমায়রা আমার হাত ধরল, এই প্রথম হুমায়রা নিজ ইচ্ছায় আমার হাত ধরল! এটাও একটা অন্যরকম ভালোলাগা!
হুমায়রা – আপনাকে কে বলেছে চখের আরাল হলেই মনের আরাল হয়! আই সব ফালতু কথা, আমি তো হজরত মুহাম্মদ স: কে কোখনো দেখি নাই, কিন্তু তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি! যারা এইসব বলে তারা হয়তো জানেই না যে কাউকে না দেখেই ভালোবাসা যায়!
আপনি শান্ত হন! কালকে ভালোভাবে ইউনিভার্সিটি যান, ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা আরো বৃদ্ধি হবে!
আমি – আমাদের ভালোবাসা? মানে আপনিও আমাকে ভালোবাসেন??
হুমায়রা – আপনি না অনেক দুষ্ট !!
আমি – যাক শুনে খুশি হলাম! এখন মরেও শান্তি পাবো!!
হুমায়রা – কি বললেন, আর কোন দিন যদি এইসব বলেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না!
বলেই আমার থেকে দূরে সরে গেলো! এর ভিতর নিশি আসলো
নিশি – ভাইয়া আপনাকে ডাকতেছে!
আমি বাইরে গিয়ে দেখলাম যে আব্বু আম্মু বাসায় যাওয়ার জন্য তৈরি! কি আর করার হুমায়রার থেকে ভালোভাবে বিদায় নেওয়া তো দূরের কথা! রাগ টাও ভাঙিয়ে যেতে পারলাম না!
বাসায় ফিরে বাজার করতে গেলাম, ফিরতে ফিরতে রাত হয়ে গেলো রাতের খাবার খেয়ে রুমে আসে দেখি ৯ টা বাজে! এখনো হুমায়রা কোন মেসেজ ও দিলো না ফোন ও দিলোনা! তাই আমি ফোন দিলাম, রিছিভ করে ছালাম দিলো , কিন্তু আর কোন কথা বলছে না!
আমি – কি হলো কথা বলবেন না?!
হুমায়রা -…..
আমি – রাগ কমে নাই এখনো??
হুমায়রা – আমার কারো উপর কোন রাগ নেই,
আমি – আচ্ছা সরি!! আসলে আমি মজা করে বলেছিলাম!! আর কখনো বলবো না!
হুমায়রা – মনে থাকে জেন!!
আমি – গিফট দেখেছো??
হুমায়রা – হুম!
আমি – পছন্দ হয়েছে??
হুমায়রা – জি আলহামদুলিল্লাহ, অনেক পছন্দ হয়েছে! কিন্তু আপনাকে ডায়মন্ডের রিং কি দিতে বলেছে??
আমি – কেন কি হয়েছে?
হুমায়রা – এতো টাকা খরচ করার কি দরকার ছিলো?
আমি – কাল আমি একটা হাদিস পড়লাম হাদিস টা হলো-
” আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমরা পরস্পরে উপহার বিনিময় করো।কারণ তা অন্তরের শত্রুতা ও বিদ্বেষ ভাব দূর করে”।( ইমাম আহমাদ,আলমুসনাদ:৯২৫০)
আর জানেন তো উপহারের কোন দাম হয় না !
হুমায়রা – আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম, আপনি হাদিস ও পড়েন! আলহামদুলিল্লাহ!
আমি – খাবার খেয়েছেন ?
হুমায়রা – না?
আমি – কেন?
হুমায়রা – মন ভালো ছিল না?
আমি – এখন মন ভালোহয়েছে?
হুমায়রা – জি
আমি -তাহলে যান এখন খেয়ে নিন!
হুমায়রা – আপনিও ঘুমিয়ে পড়ুন কাল তো সকালে চলে যাবেন!
আমি – জি!
……
হোস্টেলে আসার দু দিন পার হয়ে গেলো ! হুমায়রার সঙ্গে সুধু একবার কথা হয়েছে! কোথায় যেন বেরাতে গিয়েছ! তাই কন্টাক করতে পারে নাই ! কিন্তু আমার তো হুমায়রার কথা না শুনলে ভালো লাগে না! কিছু সময় পর দেখি মেছেজ এসেছে হুমায়রার নম্বর থেকে! আমি মেজেজ চেক না করেই ফোন দিলাম!
হুমায়রা – আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতু!
আমি – আপনি এতো নিষ্ঠুর কেন বলতে পারেন?( ছালাম ফিরিয়ে উত্তর দিলাম)
হুমায়রা – কেন আমি আবার কি করলাম!!!
আমি – কি করলাম মানে!! দুই দিন ধরে কোন খবর নেই!!
হুমায়রা – আর বলবেন না, খালাতো ভাই বোন দের সাথে একটু বেশি ব্যস্ত ছিলাম!!
আমি – আপনার খালাতো ভাই আছে??
হুমায়রা – জি কেন!!
আমি – কতো বড়ো ??
হুমায়রা – মনে হচ্ছে কিছু পোড়ার গন্ধ পাচ্ছি!?
আমি – পোড়লে তো পাবেনই!!
হুমায়রা – আপনি এতো হিংসুটে কেন??
আমি – আগে বলেন বয়স কতো!!
হুমায়রা – আরে বাচ্চা ছেলে!!! ক্লাছ ৪ এ পড়ে!! আপনার কি মনে হয় আমি নন মাহরামে কাছে জাবো??
আমি – তাহলে ঠিক আছে!!
হুমায়রা – শুনেন না!!
আমি – বলেন না!!
হুমায়রা – আমার একটা প্রব্লেম হয়েছে!!
আমি – কি প্রবলেম!
হুমায়রা – কাল আমার একটা হোম ওয়ার্ক জোমা দিতে হবে hydroponic এর উপর!! আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না কি করবো? আপনি তো botany (উদ্ভিদ বিজ্ঞান) ইর ছাত্র, অল্প হেল্প করেন না!!
আমি – আমি কেন হেল্প করবো !! আপনার খালাতো ভাইকে বলেন!
হুমায়রা – আমি কিন্তু সিরিয়াস!!
আমি – আচ্ছা ঠিক আছে লিখুন!!
হুমায়রা – হুম বলেন
আমি – hydroponic is a method of growing plants without soil, the term “hydroponic” is come from the Greek word “hudar” for water and “ponos” for work.
While modern agriculture is recently utilised hydroponics. growing without soil isn’t actually a new concept. The some time disputed hanging garden of Babylon were considered of the seven wonders of the world and may have been one of the earliest example of hydroponic.
হুমায়রা – কিন্তু এইটুকু তো হবে না!
আমি – এখন শুধু advantage and disadvantage লিখে দিলেই হয়ে যাবে!
হুমায়রা – কোথায় পাবো!!
আমি – আমি আপনাকে মেসেজ করে দিবো !! আর শুনেন আমি কাল আপনার সঙ্গে দেখা করতে যাবো আপনাদের কলেজের সামনে!
হুমায়রা – কি বলেন এই সব আপনি কি পাগল হয়ে গেলেন!!
আমি – জি আমি পাগল হয়ে গেছি!! আমি আপনাকে না দেখে আর থাকতে পারছি না!!
বলেই ফোন কেটে দিলাম! কারন নাহলে আমাকে হুমাইরা যেতে দিবে না!!
চলবে………
Leave a Reply