গল্প – হঠাৎ বিয়ে পর্ব -৪

গল্প – হঠাৎ বিয়ে

পর্ব -৪

Author -Hassab bin Ahmed 

পরদিন বিকেলে হুমায়রা দের কলেজের সামনে, দাঁড়িয়ে আছি, কিছু সময় পর দেখি হুমায়রা আর ওর কিছু ফ্রেন্ড দের নিয়ে আসলো ! তারপর সবাইকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বিদায় করে দিলাম!! আর আমি আর হুমাইরা পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম!! কিন্তু সাধারণতে পার্কর যা অবস্থা করে রাখে এখন কার ছেলে মেয়েরা! তা দেখে আর পার্কের ভিতরে হুমায়রা কে নিয়ে যাওয়ার ইচ্ছা করলো না!! অনেক ঘুরে একটা শিশু পার্কে গেলাম!! পার্কের ভিতরে গিয়ে দুজনে বসে কথা বলছিলাম!! আর আমি মোবাইল টিপছিলাম!! 

হুমায়রা – এই আপনি সব সময় এতো মোবাইল নিয়ে পড়ে থাকেন কেন?? আপনি এতো দূর কি আমার সঙ্গে দেখা করতে এসেছেন না মোবাইল টিপতে এসেছেন??

আমি – আচ্ছা সরি,মোবাইল রেখে দিলাম,, এখন বলেন!!

হুমায়রা – আচ্ছা প্রথমে আপনাকে মোবাইল ফোন অ্যাডিকশনের কথা বলি!! 

আমি – জি বলুন!!

হুমায়রা – একটা সার্ভে বলি প্রথমে শুনেন!!

                    According to a recent survey –

•86% of couples get less than 2 hours of quality time together.

•55% of father spend more time on their phone than with their family.

•33% of parents do not know their child’s best friend’s name.

•62% of family feel they are not connected.

                          These surveys are a shame for us.Many say we are living a better quality of life, is it true? We need to think more deeply.If this continues, Muslims will have no future.An important part of Islam is family ties.If we leave the family ties, will our next generation be good Muslims?You have to think about your future generation.

আমি – হুম, খুবই চিন্তির বিষয়!!!

  আসলে মোবাইল ফোন অ্যাডিকশন সত্যিই ভয়াবহ একটি বিষয়!! তাই ভাবলাম কিছু সময় মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে,, পুরোপুরি হুমায়রার সঙ্গে সময় কাটাই!! এর ভিতর হুমায়রা ফোন আসলো!!

হুমায়রা – জি আম্মু বলো!!

…………………………

হুমায়রা – না আম্মু, বাসায় ফিরতে দেরী হবে!! এক্সট্রা ক্লাস আছে!! 

বলেই ফোন রেখে দিলো!!

আমি – আচ্ছা আপনি এতো কিছু যানেন!! তাহলে মার সঙ্গে মিথ্যা কথা বললেন কেন??

হুমায়রা – তাহলে কি বলতাম,, যে তোমার মেয়ে তোমার মেয়ের জামাই এর সাথে পার্কে বসে প্রেম করছে??

আমি – হুম, তাও ঠিক!! আচ্ছা আরো একটি কথা!! আপনার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে ছিলো ডাক্তার!! আর আমি একজন সাধারণ বেকার ছাত্র!! আপনার খারাপ লাগে না??উনার সাথে বিয়ে হলে কতো সুখে থাকতেন!!

হুমায়রা – এই আপনি এমন কেন বলেন তো, সবসময় সুধু ফালতু কথা বলেন!! আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন!! আমি আপনার সঙ্গে থাকবো না!!

আমি – আপনি রাগ করবেন না!! আমি তো সুধু মজা করার জন্য জিগাস করলাম!!

হুমায়রা – আমার জন্য আপনি ঐ ডাক্তার এর থেকে হাজার শুনে ভালো, হয়তো তাই তো আল্লাহ আমাদের স্বামী স্ত্রী বানিয়েছেন!! আর টাকাই যদি সুখ, হতো তাহলে বড়ো বড়ো লাখ পতি, কোটি টাকার মালিকরা আত্মহত্যা করতো না!! আর নেক্স টাইম যদি এইরকম ফালতু কথা বলেন আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো আপনাকে রেখেই!!

আমি – আচ্ছা সরি!! আর বলবো না!!

হুমায়রা – আপনি যানেন বউ মানে কি??

আমি – আমি যানি না বউ মানে কি! কিন্তু আমার একজন প্রিয় লেখিকার গল্পে পড়েছিলাম বউ মানে কি! এইটা বলি??

হুমায়রা – আচ্ছা ঠিক আছে বলেন!!

আমি – 🌹💜🌹💜🌹💜🌹💜🌹💜🌹💜🌹

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,,???

মেঘলা দুপুর শিশির ভেজা ভোর

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,,???

মনের মাঝে অনেকখানি জোর

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,,???

হাসি খুশি হঠাৎ করেই রাগ

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,,???

দুঃখ সুখের সমান সমান ভাগ

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,,???

ভিশন খুশি একটু অভিমান

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,,???

মনের মাঝে অনেকখানি টান

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,,???

মনের আকাশের উড়ে যাওয়া পাখি

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,???

প্রভাত দেখা মেলে দুটি আঁখি

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,???

হৃদয় সাগরে উচ্ছলে পড়া ঢেউ

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,,???

মনের মত খুঁজে পাওয়া কেউ

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,???

দূর থেকে আরও কাছাকাছি

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,???

সারাদিন খোঁজ নেয়া আমি কেমন আছি

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,???

সুখের মাঝে চোখের কোণে জল

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বউ মানে,,,,,,,,,,,,,,,,,,???

মনে পড়লেই হঠাৎ করেই কল

                           (কবিতার লেখিকা-গল্পবুড়ি তিলোত্তমা/ জেনিন ফেরদৌসী মিষ্টি)

আমার কবিতা শুনে তো হুমায়রা হাসতে হাসতে পাগল হয়ে যাবে মনে হচ্ছে!

হুমায়রা – সতি,এই ধরনের ও কবিতা হয় তা কাখনো ভাবিও নাই! সত্যি সুন্দর!!

আমি – হুমায়রা একটা কথা বলি রাগ করবেনা না তো??

হুমায়রা – আমার কাছে এতো অনুমতি নেয়ার কি আছে! আমি পুরোপুরি আপনারি!

আমি – আপনার গাল দুটো একটু ধরি? আপনার গাল দুটো অনেক কিউট ( চোখ বন্ধ করেই বলে ফেললাম)

হুমায়রার ছোট হাঁসি শুনে চোখ খুললাম!!

হুমায়রা – আপনি অনেক বোকা! অবশ্য আমার জন্য ভালো! বোকা হাজবেন্ড গুলো বউ কে অনেক ভালোবাসে!! আমি আপনার স্ত্রী আমি পুরোটাই আপনার, আপনার যা খুশি তাই করতে পারেন!!

আমি – জি আমি সত্যি অনেক বোকা.( গাল দুটো ধরে)

হুমায়রা – উঃ উঃ

আমি- কি হলো!

হুমায়রা – আরে এতো শক্ত করে কেউ গাল ধরে??

আমি – ও সরি ! আসলে তোমার গাল দুটো অনেক নরম,লেগেছে অনেক??

হুমায়রা – আরে না!!!

আজকের সারাদিন আমার জীবনের সবচেয়ে স্মরনীয় একটা দিন হয়ে থাকলো!! হুমায়রার সঙ্গে গল্প করা, দুষ্টুমি করা, ফুচকা খাওয়া, আইচ ক্রিম খাওয়া,সব মিলিয়ে পারফেট একটা দিন! 

সন্ধ্যায় হুমায়রা কে বাসায় নামিয়ে দিয়ে, আমি আবার ইউনিভার্সিটি যাওয়ার পথ ধরলাম!!!

এইভাবেই দুষ্টু মিষ্টি সময় কাটাতেই ২ কি মাস চলে গেল!! আজ হুমায়রা কে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে!!

মানে হচ্ছে আজ আমাদের অফিসিয়ালি বাসর রাত

এখন আমার রুমে প্রবেশ করার পালা!! কেমন যেন ভয় করছে!! ঘরে ঢুকে দেখি হুমায়রা খাটের উপর বসে আছে!!

আজকে হালকা সাজে হুমায়রা কে আরো মায়াবী দেখাচ্ছে!! মনে হচ্ছে এই মেয়ের প্রেমে না পড়লেই নয়!!

হালকা মেকাপ, চোখে টানা টানা কাজল,কিছু চুল সামনের দিকে

হালকা মেরুন শাড়ি পড়েছে, আমার গিফট করা পায়েল এবং ডাইমন্ড রিং!!

দেখেই আমার তো জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা!!

আমি গিয়ে হুমায়রার পাশে বসলাম! আমার মাঝে অদ্ভুত এক নেশা কজ করছে,তা অসম্ভব কেউ সম্ভব করতে পারে! আমি হুমাইরার খুব বেশি কাছে চলে গেলাম!! দু’জন দু’জনের নিঃশ্বাস অনুভব করতে পারতেছি!

হুমায়রা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো!

বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে!

মনে হচ্ছে আজ এই বৃষ্টির পানির মতো জমিন আর আসমান যেমন মিশে যায়!আজ আমরা দুজন দুজনের মাঝে এভাবেই মিশে যাবো!

কিন্তু ভালোলাগার মাঝে ভয়ও কাজ করছে!

একটা সময় আমাদের মাঝে আর কোন বাধা থাকলো না! সব বাঁধা উপেক্ষা করে দুটি মানুষ এক হয়ে গেলাম!!

আজ পরিপূর্ণ হলো আমাদের হঠাৎ বিয়ের দাম্পত্য জীবনের পবিত্র ভালবাসা!!

             🌹💐🏵️🪷🌸💮🌷🌺🥀🌻

                              সমাপ্ত 

( বি:দ্র: – অনুমতি না নিয়ে কপি করা নিষেধ। অনেকেই আমার গল্প নিজের নামে পোস্ট করেন , ইসলামে এইটা সম্পূর্ন হারাম, ও আইনত দণ্ডনীয় অপরাধ। )


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *