মুসলিম হিসেবে ২৪ ঘন্টা

একজন মুসলিম সব সময় চাইবে প্রত্যেক টি সেকেন্ড আল্লাহর দেখানো রাস্তায় পার হোক। তাই একজন ভালো মুসলিম হিসেবে ২৪ ঘন্টা কিভাবে ইবাদতের ভিতরে দিয়ে পার করবে তার একটি দৈনিক আমলের তালিকা থাকা প্রয়োজন। তাই আমার ও আপনাদের সাহায্যের জন্য একটি দৈনিক তালিকা প্রস্তুত করলাম।

আমরা শুরু করবো রাত থেকে

১. ইশার নামাজ আদায় করা।

*ফরজ নামাজের পর দোয়া ও যিকির

২. ইশার নামাজের পর দেরি না করে তারাতাড়ি ঘুমোতে যাওয়া।

৩.বিছানাটা ভালো ভাবে ঝেড়ে নেয়া।( সহিহ বুখারী- ৬৩২০)

৪.অজু করে ঘুমানো।( বুখারী- ২৪৭)

৫.তাসবীহ’, তাহ’মীদ ও তাকবীর পাঠ করা : ৩৩ বার সুবহা’নাল্লাহ, ৩৩ বার আলহা’মদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার।( সহিহ বুখারী-৬৩১৮)

৬.আয়াতুল কুরসী পাঠ করা ১ বার ।(সহিহ বুখারী- ২৩১১,৩২৭৫,৫০১০)( মিশকাতুল মাসাবিহ- ২১২৩)

৭.সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া ১ বার।( সহীহ বুখারী-৪০০৮)

৮.সুরা কাফিরুন পড়া (১ বার)।( তিরমিজী- ৩৪০৩)

৯.সুরা ইখলাস পাঠ করা (৩ বার)।( সহিহ বুখারী-৫০১৫)

১০.যিক্‌র এক বার(আল্লা-হুম্মা ইন্নাকা খালাক্কতা নাফসী ওয়া আন্তা তাওয়াফ্‌ফা-হা-। লাকা মামা-তুহা- ওয়া মাহ্‌ইয়া-হা-। ইন্ আহ্ইয়াইতাহা- ফাহ্‌ফায্‌হা- ওয়াইন আমাত্তাহা- ফাগফির লাহা-। আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকাল ‘আ-ফিয়াহ)মুসলিমঃ ২৭১২)

ঘুম ভাঙ্গার পর

১.ঘুম থেকে উঠার পর যিক্‌র-

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর( বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১)

২.ঘুম থেকে উঠার পর যিক্‌র-
(اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِيْ فِي جَسَدِيْ، وَرَدَّ عَلَيَّ رُوحِيْ، وَأَذِنَ لِي بِذِكْرِهِ)

আল্‌হামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী ফী জাসাদী, ওয়ারদ্দা ‘আলাইয়্যা রূহী ওয়া আযিনা লী বিযিক্‌রিহ ( তিরমিযী ৫/৪৭৩, নং ৩৪০১। দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৪৪)

সকাল

১. ফজরের নামাজ আদায় করা

*ফজর নামাজের পর দোয়া

~আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকা ই’লমান না-ফি’আন, ওয়া রিঝ‌ক্বান ত্বায়্যিবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালা (সহীহ। ইবনে মাজাহঃ ৯২৫)
~৭ বার বলবে – (আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র) (হাসান (ইবনে হাজার)। আল-ফুতুহাতুর রাব্বানিয়্যাহ ৩/৬৯)
*ফরজ নামাজের পর দোয়া ও যিকির

২.কোরআন তেলাওয়াত করা।

৩.দৈনিক ৭০ বার ইসতেগফার পরা-(আস্তাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি)(বুখারীঃ ৬৩০৭, মুসলিমঃ ২৭০২)

৪. ১০ বার (সুব্‌হা-নাল্লা-হি ওয়ালহাম্‌দু লিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার) বলা.

৫.১০০ বার (সুবহানাল্লাহ) বলা.

৬. ইসলামীক লেখা।

দুপুর

১. যোহরের নামাজ আদায় করা।

*ফরজ নামাজের পর দোয়া ও যিকির
বিকেল

১. আসরের নামাজ আদায় করা।

*ফরজ নামাজের পর দোয়া ও

২. ইসলামীক বই পড়া।

সন্ধ্যা

১. মাগরিবের নামাজ আদায় করা।
মাগরিবের পর দোয়া–

~মাগরিবের পরের দোয়া-১ (লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হ্‌দাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু‌, ইউ‘হ্‌য়ী ওয়া ইউমীতু ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর) (তিরমিযীঃ ৩৫৩৪)
~মাগরিবের পরের দোয়া-২ (৭ বার বলবে –আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র)হাসান (ইবনে হাজার)। (আল-ফুতুহাতুর রাব্বানিয়্যাহ ৩/৬৯)


ফরজ নামাজের পর দোয়া ও যিকির

২. সন্ধ্যার যিকির।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *