“Islamic গল্প”😊”অপেক্ষাটা অব্যক্ত ভালোবাসার”💖Part : 1

“Islamic গল্প”😊”অপেক্ষাটা অব্যক্ত ভালোবাসার”💖Part : 1

পুকুরপাড়ে চাঁদের আলোর স্নিগ্ধ আধার-কালোয় বসে তারা দুজনে মহাজাগতিক মূহুর্তের সাক্ষী হচ্ছে। গভির নিশি রাত হওয়াতে চারদিকে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর দুজন প্রেমিক প্রেমিকার প্রণয়মাখা কথাবার্তা শুনা যাচ্ছে। কখনো কখনো কিছু নিশাচর পাখির আওয়াজ দূর থেকে ভেসে আসতেছে।

অর্ণব : তুমি আমাকে এতো মুগ্ধ করা বন্ধ করবে? অপরিচিতা মেয়ে : আমি এতোদিন অপেক্ষা করেছি শুধু তোমার জন্য। আর স্যার আপনি কিসে এতো মুগ্ধ হচ্ছেন? আমার মধ্যে এমন কোন গুণ নাই, বুঝলেন?

অর্ণব : ওহহো! ম্যাম আমার মুখ থেকেই নিজের গুনের ফর্দ শুনতে চান। তাই জিজ্ঞাসা করতেছেন। বুঝি বুঝি।

অপরিচিতা মেয়ে : আমার বয়েই গেছে শুনতে। অর্ণব : রাগলে তোমাকে আরো সুন্দর লাগে। এটা কি জানো? অপরিচিতা মেয়ে : তোমার সাথে বিয়ে করে তো মহা ঝামেলায় পড়লাম। আমি এতোটাও রূপসী নই যতটা তুমি বলতেছো। তাই দয়া করে পাম মারা বন্ধ করো।😑(সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। আল্লাহর কাছে যেমন স্বামী চেয়েছিলাম তুমি সেরকমই। আল্লাহকে কোটি কোটি শুকরিয়া).

অর্ণব : আমি পাম মারছি না। আচ্ছা দেখো চাঁদের আলোয় পুকুরের মাঝখানে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে।

অপরিচিতা মেয়ে : আমার তো পরিবেশটার সব কিছুই ভালো লাগতেছে। কি শান্ত আর নিস্তব্ধ, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে আর সবচেয়ে বড় কথা আমি তোমার সাথে। ইসসস সারাটা জীবন যদি এভাবেই পার করে দিতে পারতাম!

অর্ণব : আমার মনের কথা বলছো। আমার আর কিছু লাগবে না। আজকের দিনের স্মৃতি দিয়ে আমি পুরোটা জীবন পার করে দিতে পারবো।অর্ণবের মুখটা হাত দিয়ে চেপে ধরে,

অপরিচিতা মেয়ে : ওইগুলা কথা ভুলেও আর কখনো বলবানা। তোমার সাথে আমি জান্নাতে যেতে চাই। সেখানে তোমার সাথে অনন্তকাল কাটাইতে চাই। দুনিয়ার মোহে ভুলে গেলে চলবে না, বুঝলা।

অর্ণব : ওকে ম্যাডাম ভুল হয়ে গেছে আর কখনো বলবোনা।

অপরিচিতা মেয়ে : হাহাহা! এজন্যই তোমাকে এতোটা ভালোবাসি।

অর্ণব : আর আমিও….হঠাৎ,

মিস রাদিয়া : কি হলো নবাবজাদা ঘুম থেক ওঠ। ৮:৩০ বাজে।(অর্ণবের আম্মু)

অর্ণব: এটা কি হলো। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম।ভাবা যায় এগুলা?(মনে মনে)

[মূল লেখকের গল্প শুরু]মিস রাদিয়া:- কি হলো উঠ!

অর্ণব :- আর একটু ঘুমাই ততক্ষণে নাস্তা বানাও।

মিস রাদিয়া :- এরপর থেকে পানি ঢালে দিতে হবে(বির বির করে)একটু চোখ মেলে অর্ণব বললো,:- আম্মু কিছু বললা কি?মিস রাদিয়া রাগতস্বরে,:- না আমি তো কিছু বলিনি।

অর্ণব :- ও তাহলে ঠিক আছে..মিস রাদিয়া যেতে যেতে,:- উফফফ! বাবা আর ২ ছেলে মিলে জিবনটা তেজপাতা বানায় দিলো।

অর্ণব মনে মনে,:- মেয়েটা কে ছিলো? চেহারাটাও মনে করতে পারতেছিনা। আমার স্বপ্নেও বা কেমন করে আসলো। তবে স্বপ্নটা সেই ছিলো। ধুর স্বপ্নটা যে কেনো ভাংগে গেলো! আচ্ছা এটা সেই মেয়েটা নাতো![“সেই মেয়েটা” না হয় এখন রহস্যই থাক।😁

এমন সময় কল আসলো একলাসের,একলাস,:- আসসালাম অলাইকুম।অর্ণব :- আলাইকুম আসসালাম। কি খরব মামা।একলাস:- মুই তোর মামা হও?( ইনি অর্ণব এর বেস্ট ফ্রেন্ড,আরোও আছে মশিউর, রিপন, বেলাল,নেগলা, নিহা এবং অনেকেই)

অর্ণব একটু হেসে,:- সরি বড় ভাইএকলাস:- আজ কলেজ আসবি না??অর্ণব :- ঠিক নাই ভাই,তুই আসবি???একলাস:- হুম এখন ভালো হয়ে গেছি, কলেজ যাব ইনশাল্লাহ।

অর্ণব:-তুই পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করছিস শুনে আমি প্রচুর খুশি হইছি। ওকে! চার মাথায় দাড়া, আমরা যাচ্ছি।(আমরা মানে মশিউর এবং রিপন আমাদের একখানেই বাসা)

মিস রাদিয়া:- বাব্বাহ একলাস পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করছে। আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। তুই ফযরের নামাজটা কবে সময় মতো পড়বি এইটা বল?

অর্ণব মনে মনে,:- এই দেখ কোথা থেকে কথায় চলে গেলো….হ্যাঁ হ্যাঁ পড়বো পড়বো।

মিস রাদিয়া :- ইনশাল্লাহ বল।একটু হাসি দিয়ে,:-ইনশাল্লাহ😊মিস রাদিয়া : তোর বাবার সাথে প্রতিদিন ফযরের নামাজ জামাতের সাথে পড়বি!অর্ণব মনে মনে,আগে একদিন তো উঠি, আর প্রতিদিনের কথা বলতেছে🙄মিস রাদিয়া :-চুপ করে আছিস কেন😑

অর্ণব :- আচ্ছা যাবো নি, আর দেরি হয়েছে তারাতারি নাস্তা দেও, খেয়ে কলেজ যাব!

মিস রাদিয়া:- কিছু বলব না সকালে না উঠতে পারলে তখন দেখাব।

অর্ণব :- ওকে ওকে।কি হয়েছে সকাল বেলা এত চিল্লা চিল্লি কেন (ইনি অর্ণবের বাবা)

অর্ণব :- কি আর করবে আর তো কোন কাজ নেই আম্মুর রোজ যা করে আজকেও তাই করছে।

মিস রাদিয়া :-আমি খালি চিল্লা চিল্লি করি আর উনি অনেক ভালো তাইনা অর্ণব?

অর্ণব :- হুম😊আম্মু রাগে ফুসতে ফুসতে নিচে চলে গেলো!

আব্বু:- তারাতারি খাবার দিও!

মিস রাদিয়া :- জ্বি জনাব।একটু পরে আমি আর আব্বুও নিচে গেলামনাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হবো..এমন সময় রান্না ঘর থেকে কি যেন পোড়ার গন্ধ আসলো…(চলবে….)

মূল গল্পের লেখক : নাহাজুল ইসলাম লাইফ🍁[আজকে তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণ গল্পটা পড়ে শেষ করছি🙄.. সত্যি গল্পটা অনেক ভালো লাগছে🤗.. গল্পটি ইসলামিক না আর “অর্ণব” বা মূল গল্পের “নাহাজুল” কিছুটা Negative Charecter এর Role Play করে😐.. তাই আমি প্লট Change না করে গল্পটিকে “Islamic গল্প” আকারে লিখার চেষ্টা করবো❤… আর গল্পটির লেখক আমার থেকে এক বছর ছোট থাকা বয়সে গল্পটি লিখেছেন তাই কিছুটা কাল্পনিক ও “Coincidence” বিষয়টা রয়েছে💚..কিন্তু তার কাব্যিক প্রতিভা খুব প্রখর😊.. গল্পটা Share করার কোন ইচ্ছা ছিলো না😅.. তবে এরকম(গল্পের বিষয়বস্তু) কিছুর অপেক্ষা আমিও করতেছি😁.. তাই অর্ণব Charecter টাতে আমার কিছু গুণ দিয়ে একটু Change করেছি😅.. আর গল্পটি Famous বা কবি হিসেবে পরিচিতি লাভ করার জন্য কখনোই লিখবো না আর লিখিও না🙂.. শুধু ইসলামের প্রতি সবাইকে গল্পের মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য লিখা💞]গল্পটির মূল নাম – “English Teacher যখন বউ”💕💚ইমাম মাহদির সন্ধানে যারা গল্প পড়ার জন্য রিকুয়েস্ট দেন তারা প্লিজ গল্পে কমেন্ট করবেন””” গল্প পড়ার জন্য””””

সংগ্রহ:-https://www.facebook.com/islamicwriterumman/#hassab_irsf


Comments

One response to ““Islamic গল্প”😊”অপেক্ষাটা অব্যক্ত ভালোবাসার”💖Part : 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *