Islamic গল্প😊”অপেক্ষাটা অব্যক্ত ভালোবাসার”💖Part : 2

Islamic গল্প😊”অপেক্ষাটা অব্যক্ত ভালোবাসার”💖Part : 2

নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হবো..এমন সময় রান্না ঘর থেকে কি যেন পোড়ার গন্ধ আসলো…আম্মু তারাতারি রান্না ঘরে গেল..গিয়ে দেখল তরকারির ১২ টা বেজে গেছে,তারপর সেই আগের ডায়ালগ গুলা বলা শুরু করলো।আপনারা হয়ত ডায়ালগগুলা জানেন না, তাহলে শুনুন,পড়া শুনা তো নাই খালি বান্দরামো,আমি বুঝিনা কেনো যে ঐ কলেজে ভর্তি হতে গেলো শয়তানটা,তাও ভালো ভাবে পড়া-শুনা করে কোথায় সংসার হাতে নিয়ে একটা বিয়ে করবে তা না*একা কত কাজ করি,আমার বুঝি কষ্ট হয়না!( এসব কথা আম্মাজান এক বারে বলল)[ঐ কলেজে ভর্তি হওয়ার একটা কারণ আছে সেটা আপাতত রহস্যই থাক😁]

অর্ণব:- হি হি হি (মুখ চেপে ধরছি তাও বের হচ্ছে)

মিস রাদিয়া:- কি হলো, খেক খেক করে হাসতেছিস কেন?

অর্ণব:- আম্মু কি বললা তুমি, আমি খেক খেক করে হাসি?

রফিক সাহেব :- তুমি কিন্তু এটা ঠিক বললে না।(আমার বাবা)

মিস রাদিয়া:- তাহলে সঠিকটা কোনটা? তুমিই বলো?

রফিক সাহেব :- আমার ছেলের হাসি দেখলে আমার ভবিষ্যত বউমা পাগল হয়ে যাবে দেখে নিও

নাহাজুল :- একটা মুচকি হাসি দিলাম😊😁

মিস রাদিয়া:- আসলেই পাগল হয়ে যাবে। ওর হাসি দেখে না কাজকর্ম দেখে। আমাকে তো অর্ধেক পাগল করেই দিছে বান্দরটা!

অর্ণব :- কি বললা আম্মু আমি বা….ন্দর!

মিস রাদিয়া:- তা নয়তো কি। আপনি সাদু বাবা হলে তো একটা বিচার ও আসতো না বাসায়!

অর্ণব:- চুপ করে থাকলাম, কারণ সত্যি টাই বলছে সামনে অন্যায় দেখলে হাত গুটিয়ে বসে থাকতে পারিনা।#কেননা এ সম্পর্কে হযরত হুযাইফা (রা) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা) বলেছেন, “যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে। তা না হলে অচিরেই আল্লাহর পক্ষ হতে তোমাদের ওপর কঠিন শাস্তি নেমে আসবে। তখন তোমরা (সে শাস্তি থেকে বাঁচার জন্য) দোয়া করবে, কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না।-(তিরমিযী)💕এমন সময় বাইরে থেকে কারা জানি বলে উঠল, : চল চল.. দেরী হয়ে গেলতো..পিছন ফিরে দেখি আমার জানের জিগার দোস্তরা মশিউর আর রিপন.. তারা আমাকে আর আম্মু – আব্বুকে সালাম দিলো।

অর্ণব :- ওয়ালাইকুম আসসালাম… ওকে চল তারাতারি… আম্মু আমি গেলাম!

মিস রাদিয়া :- আর যেন কোন বিচার না আসে বাড়িতে, আর একটা কথা ভালো করে মনে রাখ কলেজে আর একবার বান্দরামি করলে বের করে দিবে তোমাদের!

মশিউর:- আন্টি আমাদেরকে কেউ বেড় করতে পারবেনা ইনশাল্লাহ!

মিস রাদিয়া :- সব বাদরগুলা একখানে জড়ো হয়েছে!

রিপন:- আন্টি তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বাদর..

মিস রাদিয়া :- বলতে চাচ্ছি মানে কি ১০০ বার বলেছি এখনো বলছি তোমরা বাদর আর হা তোমাদের বান্ধবিরা কি যেন নাম নেহা আর নেগলা ওরা বাদে। মেয়ে দুইটা অনেক ভালো! তোমরা বন্ধু হও কিন্তু তোমাদের সামনেও কি সুন্দর পর্দা করে থাকে। দেখতে কি সুন্দর লাগে! কি করে যে তোমাদের মতো বাদরদের সাথে ওদের বন্ধুত্ব হলো আল্লাহ জানে।

অর্ণব :- হি হি হিমিস

রাদিয়া :- দাঁত মাজেনি আজ আর খি খি করে হাসতাছেসঙ্গে সঙ্গে আমার হাসি বন্ধ, আম্মু হাসতাছে এখন সাথে আব্বুও শুরু করে দিলো..

অর্ণব : আমি দাঁত মাজছি বুঝলা।

রফিক সাহেব :- তোমরা মা-ছেলে পারও বটে!

নাজিম:- আব্বু টাকা দেও, স্কুলে বাদাম খাব..( নাজিম ইসলাম আমার নিজের ছোট ভাই)

অর্ণব :- বাইরের জিনিস খাইতে হয় না জানিস না তুই?

নাজিম :- আমি তো ছোট তাই জানিনা আর নিজে যে বড় হয়ে ঐদিন…

অর্ণব :- কি?

নাজিম:- আ…পুটার( ইসারা দিয়ে বুঝায়া দিলাম ভাই বলিস না🙏)

নাজিম :- তাহলে রাতে কম্পিউটারে গেম খেলতে দিবি?

অর্ণব :- ওকে ভাই দেব..চুপ থাক।

নাজিম :- ওকে

রফিক সাহেব :- নাজিম কি বলতে ধরছিলে বল??

নাজিম :- আমার সামনে খেয়েছে সেদিন, ওটাই বলতে ধরছিলাম..

রফিক সাহেব :- কি খেয়েছে বল, নাহলে টাকা দেওয়া বন্ধ করে দিব তোমার।(আমি ভয়ের ভিতর আছি আল্লাহ আমার ছোট ভাইটা যেন না বলে যে ও আমাকে নেগলার সাথে বাইরে খেতে দেখছে)

নাজিম:- বাবা আমি ভাইয়া কে একটা পার্কে দেখেছি, একটা মেয়ের সাথে বাদাম খাচ্ছে(যাহ বাবা! ফাঁসে গেলাম। এই খচ্চরটাও না। আরেকদিন শুধু আসিস ভালো করে গেম খেলতে দিবো তোকে😑)রফিক সাহেব + মিস রাদিয়া দুজনেই আবাক!আব্বু একটু রেগে বলল মেয়েটা কে ছিল

অর্ণব :- কোথায় মেয়ে? কোন মেয়ে?

মিস রাদিয়া : নাজিম তাহলে মিথ্যা বলল?? নাজিম তুমি সত্যি বলছ তো?

অর্ণব :- আম্মু ওয় মিথ্যা বলছে??

নাজিম:- না আম্মু আনি মিথ্যা বলিনা। আমি জানি মিথ্যা বলা মহাপাপ। আমার নতুন ম্যাডাম বলেছেন,#রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন, “তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক। কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।” [বুখারী ও মুসলিম]💕(আমি ফাটা বাশের চিপায় পরছি)

রফিক সাহেব:- মেয়েটা কে ছিল?(চুপ করে আছি মুখে কথা নাই)

মিস রাদিয়া :- কি হলো বোবা হলি নাকি?আমি আমতা আমতা… করে বললাম..

(চলবে…)মূল গল্পের লেখক – নাহাজুল ইসলাম লাইফ🍁গল্পটির মূল নাম – “English Teacher যখন বউ”💕[আগের পর্ব Timeline এই দেওয়া আছে]❣💚ইমাম মাহদীর সন্ধানে💞


Comments

One response to “Islamic গল্প😊”অপেক্ষাটা অব্যক্ত ভালোবাসার”💖Part : 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *