সালাতে সালাম ফিরানোর পরের দোয়া ও যিকির

২.তিন বার বলবে – (আস্‌-তাগফিরুল্লা-হ) (সহিহ মুসলিমঃ ৫৯১)

৩. এক বার বলবে- (আল্লা-হুম্মা আনতাস সালা-ম ওয়া মিনকাস সালা-ম, তাবা-রাকতা ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম) (মুসলিমঃ ৫৯১)

৪. প্রত্যেক ফরয সালাত শেষে আয়াতুল কুরসী ১ বার পড়বে –
(আল্লা-হু লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যূল ক্বাইয়্যূম। লা- তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা- নাউম। লাহূ মা- ফিসসামা-ওয়া-তি ওয়ামা- ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা- বিইযনিহী। ইয়া‘লামু মা- বাইনা- আইদীহিম ওয়ামা- খালফাহুম। ওয়ালা- ইয়ুহীতূনা বিশাই-ইম মিন্ ইলমিহী ইল্লা- বিমা- শা-আ। ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামাওয়া-তি ওয়াল আরদ্ব। ওয়ালা- ইয়াউদুহূ হিফযুহুমা-। ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযীম)(সিলসিলা সহীহাঃ ৯৭২)

৫.এক বার বলবে- (লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া’হ্‌দাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। আল্লা-হুম্মা, লা- মা-নি’আ লিমা- আ’‌ত্বাইতা, ওয়ালা- মু’ত্বিয়া লিমা- মানা’‌তা, ওয়ালা- ইয়ান্‌ফা’উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু)( বুখারীঃ ৮৪৪)

৬.তাসবীহ’, তাহ’মীদ ও তাকবীর পাঠ করা : ৩৩ বার সুবহা’নাল্লাহ, ৩৩ বার আলহা’মদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার।( সহীহ বুখারী- ৮৪৩)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *