রামাদানের তিনটি উপহার

রোজার মাস রহমতের মাস। এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। এই মাসের রহমত ও উপহার হয়তো বলে শেষ করা যাবে না। মহান আল্লাহ এই মাসে যে উপহার গুলো দিয়েছে তার‌ থেকে আজকে আমরা শুধু মাত্র তিনটি উপহার দেখবো।

১. এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদীস নং-৩৮ এ বলা হয়েছে “যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রোমজানে রোজা রাখাবে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।

২. কোনো কারনে যদি আপনার রোজা ভুল হয়ে যায় আর আপনি ক্ষমা না পান তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ আপনাকে আরো একটি উপহার দিয়েছেন। এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদীস নং-৩৭ এ বলা হয়েছে “যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহর কাছে পুরস্কারের আশায় রমজানে কিয়াম ( রাতের ছালাত) করে তাহলে তার গুনা মাফ করে দেওয়া হয়।

৩. ধরুন আপনার রোজা ও কিয়াম দুটোই ভুল হয়ে গেছে । তাঁর পরো হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ আপনাকে ভালোবাসে আরো একটি উপহার আপনাকে দিয়েছে । এটার উল্লেখ আছে সহিহ বুখারী হাদীস নং-২০১৪ বলা হয়েছে “যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহর কাছে পুরস্কারের আশায় লাইলাতুল কদরের সালাত আদায় করে, তাহলে তাঁর গুনা গুলো মাফ করে দেওয়া হয়।

আমরা সবাই এই তিনটি ইবাদত করবোই ইনশাআল্লাহ। আর এই মাসে এতো সুন্দর উপহার থাকার পরও যদি কোনো ব্যক্তি ক্ষমা না পায় তাহলে তার থেকে দুর্ভোগ আর কিছুই নেই.

(বি: দ্র: – সকল গুনাহ মাফ হয়ে যাবে, এই ধরনের যতো হাদীস আছে, যতো ফজিলত আছে এর দ্বারা বান্দার ছগিরা গুনাহের কথা বুঝানো হয়। এই টা না জানার জন্য আমাদের অনেক ভাই বোন বিভ্রান্ত হন)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *