ইফতারের সঠিক সময়

১. আমরা অনেকেই সতর্কতার জন্য ইফতারের সময়সূচীর থেকে কমছে কম ১ মিনিট পর ইফতার করে থাকি। এটা ঠিক নয়। দেরিতে ইফতার করা হারাম। আবার অনেক জায়গায় দেখা যায় ইফতারের সময়সূচী তেই ২ মিনিট করে বাড়িয়ে সময়সূচী তৈরি করে । এই সব থেকে আমাদের দূরে থাকা উচিৎ। ইফতার দ্রত করতে হবে তার কিছু সহিহ হাদিস দেখে আসি।

•সাহল ইব্‌নু সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃআল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে।(সহিহ বুখারী, হাদিস নং ১৯৫৭)

•আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃনাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ দ্বীন বিজয়ী থাকবে যতদিন লোকেরা অবিলম্বে ইফতার করবে। কেননা ইহুদী ও খৃস্টানরা বিলম্বে ইফতার করে।(সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩৫৩)

•সাহল বিন সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মানুষ কল্যাণের সাথে

থাকবে, যাবত তারা জলদি (যথাসময়ে) ইফতার করতে থাকবে।(সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৯৭)

•আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যাবত লোকেরা যথাসময়ে ইফতার করবে তাবত তারা কল্যাণের সাথে থাকবে। তাই তোমরা যথাসময়ে ইফতার করো। কারণ ইহুদীরা বিলম্বে ইফতার করে।(সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৯৮)

•সাহল ইবনু সা’দ সাঈদী (রা) থেকে বর্ণিতঃরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সর্বদা লোক মঙ্গলের উপর থাকবে যতদিন ইফতার সত্বর করবে। (বুখারী ১৯৫৭, মুসলিম ১০৯৮,মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নং ৬২২)

আমাদের দেশে ইফতারের সময়সূচী প্রকাশ করা হয়-যেগুলিতে সূর্যাস্তের সময়ের সাথে ১ মিনিট বা ২ মিনিট বা ৫ মিনিট যোগ করে ইফতারের সময় বলে লেখা হয় । কিন্তু হাদীসে উল্লেখিত কল্যাণ লাভ করতে চাইলে সূর্যাস্তের সময় জেনে নিয়ে সাথে সাথেই ইফতার করতে হবে । সূর্যাস্ত হয়ে গেলেও ইফতার না করে বসে বসে অন্ধকার করা ইহুদী ও নাসারাদের কাজ ।

২. আমরা এখন সঠিক সময় কোথায় পাবো । আজকের যুগে সঠিক সময় বের করা খুবই সহজ । আমাদের সঙ্গে এখন সব সময় ইন্টারনেট থাকেই । আপনি শুধু গুগলে সার্চ করুন Sunset in ……. তাঁর পর আপনার এলাকার নাম লিখে দিলেই হবে । যেরকম ধরেন আমি বরপেটা থাকি । তাহলে লিখতে হবে :- Sunset in Barpeta.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *