নিল প্রজাপতি,পর্ব:০১

নিল প্রজাপতি

পর্ব:০১

লেখক : হাছাব বিন আহমেদ!

আমার নাম আসিফ, আমি Higher secondary পাশ করার আগে শুধু নামে মুসলিম ছিলাম! আমার বাবা- মা মুসলিম ছো আমিও মুসলিম! কিন্তু তার পর থেকে আমি পরিবর্তন হতে শুরু করলাম!ধিরে ধিরে ইসলাম মেনে চলার চেষ্টা করলাম! আমি যে হঠাৎ করেই ইসলাম মেনে চলার চেষ্টা করলাম এরকম না! অনেক গুলো কারনে আমি নিজেকে পরিবর্তন করা শুরু করলাম, আসলে সত্যি বলতে ড. জাকির নায়েকের লেকচার শুনে আর নিজেকে পরিবর্তন না করে থাকতে পারিনি।ধিরে ধিরে নিজেকে হারাম থেকে সরিয়ে নিয়ে আসলাম! সমস্যা হলো ইসলামে বিয়ের আগে প্রেম হারাম! এইটা আমি জানতে পারলাম bsc করা অবস্থায়! তখন থেকে বাসায় বিয়ের কথা বললাম! কিন্তু দুঃখের বিষয় বাসা থেকে কোন গুরুত্ব দিলো না! আজ ৫ বছর পর আজ আমরা বিয়ে , বিয়ে বলতে বিয়ে হবে কিন্তু মেয়ের পড়া শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাসায় আনা হবে না!! এখন আমি নিজে একটা বিজনেস শুরু করেছি! যাই হোক দেরি করে হলেও বিয়েটা হতে যাচ্ছে! 

সন্ধ্যায় বিয়ে করতে গেলাম! বিয়ে পরানো হলো মসজিদে, তার পর খাওয়া দাওয়া পর্ব শেষ, আমার বিয়ে করা বউএর সাথে মাত্র ৫ মিনিট দেখা করার শুযুগ হয়েছিলো। শুধু একটি মাত্র প্রশ্ন করেছিলাম, আপনি ভালো আছেন!! তার কোন উত্তর দেয় নাই! কিন্তু আমার যতো রাগ অভিমান, কষ্ট ছিলো মেয়েটার চেহারা দেখা সব দুরে চলে গেছে! আমি বলবো না,মেয়েটা আহমরি সুন্দর, কিন্তু আমি বলবো এর চেয়ে মায়াবী চেহারা আর হতে পারে না! মেয়েটার চেহারা দেখলে অন্তরে প্রশান্তির বাতাস বয়ে যায়! এই জন্য ই আল্লাহ তায়ালা বলেন ” ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম হলো, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গী জোড়া সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।’ (সুরা: ৩০ রুম, আয়াত: ২১)।

যাই হোক এখন আমি একা একা বাসর রাতে মশা মারতেছি!!

বিয়ে করার পরেও বউএর সাথে থাকতে না পারলাম, অন্তত কথা তো বলতেই পারি!! কিন্তু তাও হচ্ছে না মিষ্টির মোবাইল নেই!জি আমার বউ এর নাম মিষ্টি!! মাঝে মাঝে আমি ওর বাসায় ফোন দিয়ে কথা বলার চেষ্টা করি! কিন্তু একের থেকে দুই মিনিট!‌ এর থেকে উপর নয়! তো এভাবেই চললো ২০ দিন মান! 

অফিস থেকে এসে, খেয়ে রুমে শুয়ে আছি! হঠাৎ মিষ্টির বাসার নম্বর থেকে ফোন আসলো! আমি সঙ্গে সঙ্গে রিসিভ করলাম! রিছিভ করে দেখি মিষ্টি! বিয়ের ২০ দিনে এই প্রথম মিষ্টি নিজের থেকে কল করলো!

আমি: বাহ..গরিবের ঘরে হাতির পারা. আজ সূর্য কোন দিক থেকে উদয় হয়েছে!!

মিষ্টি: আপনি এতো হেঁয়ালি করেন কেন?? আমি কি আপনাকে কল করতে পারি না?

আমি: অবশ্যই পারেন মেডাম! কিন্তু বলেন তো এই ২০ দিনে আপনি কি একবারও জন্যেও আমাকে কল করেছিলেন?? আমার তো মাঝে মাঝে মনে হয়! আমাকে আপনার পছন্দ হয় নাই! অথবা আপনি এই বিয়েতে রাজী ছিলান না!

মিষ্টি:…..

আমি: কিছু বলবেন না!

মিষ্টি: আপনাকে পছন্দ না হলে বিয়েতে রাজী হতাম না! আর আমি রাজি না হলে আমার বাবা মা আমাকে বিয়ে দিতেন না!!

আমি: তাহলে অন্তত একটি বার আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারতেন!! আমি কেমন আছি!

মিষ্টি: আপনি একটু বুঝতে চেষ্টা করুন! আমারো তো ইচ্ছা করে আপনার সঙ্গে কথা বলতে,সময় কাটাতে, কিন্তু কি করবো বলেন আব্বু তো বাসায় থাকে না! সকালে বের হয় অনেক রাতে ফিরে!! আম্মু মোবাইল দিয়েই কাজ করে!

আমি: আচ্ছা ঠিক আছে, এখন কি জন্য ফোন করলেন??

মিষ্টি: কাল আমার খালাতো ভাইয়ের বিয়ে!! ওখানে যেতে চাচ্ছিলাম আরকি??

আমি: কে কে জাবেন??

মিষ্টি: আমি আর আমার ছোট ভাই! 

আমি: কবে ফিরবেন?

মিষ্টি: ৩ দিন পর!!

আমি: আচ্ছা আমি যদি এখন যাওয়ার জন্য অনুমতি না দেই তাহলে..

মিষ্টি: যাবো না!!

আমি: সত্যি? মন খারাপ করাবেন না তো!

মিষ্টি: একটুও না!

আমি: আচ্ছা ঠিক আছে! যান! সাবধানে যাবেন!!আর কোন প্রব্লেম হলে আমাকে কল করবেন!

মিষ্টি: আচ্ছা ঠিক আছে!! আচ্ছা তাহলে এখন রাখি! আম্মু খাওয়ার জন্য ডাকতেছে!!

আমি: আচ্ছা ঠিক আছে!!

মিষ্টি ফোন রাকতেই রাজুর কল আসলো,

আমি: আস-সালামু আলাইকুম!

রাজু: ওয়ালাইকুমুস-সালাম, তো তুই কি কাল সকালে আসবি!

আমি: জি, কাল সকালেই ইনশাআল্লাহ!

রাজু: আমার এক খালাতো বোন এবং খালাতো ভাই আসবে!! তুই কি নিয়ে আসতে পারবি?

আমি: আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, উঠবে কোন জায়গা থেকে??

রাজু: নগর বেড়া বাস স্ট্যান্ড থেকে উঠবে??

আমি: আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ!

পরদিন সকালে নগর বেড়া বাস স্ট্যান্ডে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি , কিছু সময় পর এক বোরকা পরা মহিলা এবং একটি ১৪- ১৫ বছরের ছেলে আমার কাছে এসে জিজ্ঞেস করল। ” ভাইয়া আমার নাম আরিফ, আপনার নাম কি আছিফ???

আমি: জি?

ছেলেটি: আমাদের রাজু ভাইয়া পাঠিয়েছে।

আমি: ওওও তোমরাই কি রাজুর বিয়েতে যাবে?

ছেলেটি: জি !!

ওদের নিয়ে রাজুর বিয়েতে যাচ্ছি। হঠাৎ মেয়েটি বলল

মেয়েটি: Excuse me,Please turn off the radio.

আমি: ওও সরি, এখুনি বন্ধ করছি।

এর ভিতর রাজুর ফোন আসলো।

রাজু: ওদের পেয়েছিস?

আমি: জি পেয়েছি!!

রাজু: আচ্ছা তুই কি একা না ভাবিকে নিয়ে আসছিস ?

আমি: আরে ভাই তুই দিলি মনটা নষ্ট করে, মিষ্টি কে কিভাবে নিয়ে আসব আমি নিজেই মিষ্টির সঙ্গে দেখা করেছি মাত্র পাঁচ মিনিটের জন্য। আর মিষ্টিকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া তো বহু দূরের কথা।ফোন রাখ আসতেছি জলদি।

বলেই ফোন রেখে দিলাম।

মেয়েটি: আপনি কি জানেন না ড্রাইভিং করার সময় ফোনে কথা বলতে হয় না।

আমি:জি সরি!! 

(এইটা কেমন মেয়ে ভাই প্রথম থেকেই শুধু জ্ঞান দিয়ে

যাচ্ছে মনে মনে বললাম)

মেয়েটি: আচ্ছা মিষ্টি আপনার কি হয়?

আমি: আমার স্ত্রী

মেয়েটি: তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে মাত্র পাঁচ মিনিট দেখা করেছেন এটা কি করে হয়? মেয়েটা আপনার হক আদায় করতেছে না!! আর আমি জানতাম মিষ্টি এরকমই।

আমি: আপনি কি মিষ্টিকে চিনেন?

মেয়েটি: জি।খুব ভালো করেই চিনি, আমাদের ক্লাছেই তো পড়ে। আপনার হয়তো শুনতে খারাপ লাগবে,তাও বলি মিষ্টি খুবই খারাপ একটি মেয়ে।

আরিফ: আপু কি শুরু করলি?

আমি: আপনি মনে হয় বেশি কথা বলেন?

মেয়েটি: আপনি জানেন আমি এখনো অবিবাহিত?

আমি: মানেহ! আপনি অবিবাহিত তো আমি কি করবো?

মেয়েটি: না তাই বললাম আরকি??

আমি কিছু বললাম না। মেয়েটি কি পাগল নাকি।

মেয়েটি: আচ্ছা আপনাকে একটি প্রশ্ন করি??

আমি: জি বলুন!!

মেয়েটি: আপনি কোথায় যাবেন??

আমি: আমিও রাজুর বিয়েতে যাচ্ছি।

মেয়েটি: সামনে এক হোটেলে গাড়ি রাখেন আমি চা খাবো।

আমি একটা চা দোকান দেখে গাড়ি রাখলাম ‌। মেয়েটি গাড়ি থেকে নেমে বল্ল।

মেয়েটি: এখন আপনি এক কাজ করুন আপনি চলে যান আমরা বাস দিয়ে চলে যাব আপনার সঙ্গে যাব না।

আমি: মানে কেন?

মেয়েটি: আপনাকে আমার ভালো লাগে নাই সো আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান?

আমি:দেখুন আপনি কিন্তু এবার বেশি বেশি করে ফেলছেন সেই প্রথম থেকে দেখছি,, আপনি আমার পিছনে লেগে আছেন, প্রথমে আমার রেডিও অফ করলেন তারপর গাড়িতে মোবাইলে কথা বলা নিয়ে জ্ঞান দিলেন,  তারপর আপনি আমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করলেন আমি তাও চুপ করে ছিলাম কারণ আপনি আমার মেহমান, এবার আপনি আমাকেও খারাপ বলেছেন। আপনি যদি মেয়ে না হয়ে ছেলে হতেন তাহলে যখন আপনি আমার স্ত্রীকে নিয়ে কথা বললেন তখনই আপনাকে ঘার ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু আপনি একজন মেয়ে সো আপনাকে সম্মান করতেছি তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই করবেন যা খুশি তাই বলবেন, এইসব বাদ দিয়ে চুপচাপ আমার সঙ্গে চল চলেন।

চলবে…….


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *